
দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক: কাপাসিয়ায় ডেভিল হান্ট-১ র”এজাহার ভুক্ত আসামি মোঃ তারেক খান ওরফে মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের তেঁতুলিয়ার টেক এলাকার সুরুজ মিয়ার ছেলে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর ডেভিল হান্ট-১ র”এজাহার ভুক্ত আসামি মোঃ তারেক খান ওরফে মাদক ব্যবসায়ী তারেক (৩০) কে,গতকাল রবিবার বেলা আনুমানিক ১ ঘটিকায় তেঁতুলিয়ারটেক এলাকার নিজ বসত বাড়ি থেকে,কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে বলে জানাযায়। বিস্তারিত জানতে দৈনিক কাপাসিয়া বার্তায় নজর রাখুন।