1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:১০|
Title :
কাপাসিয়ায় অবৈধ উপায়ে মাটি উত্তোলনের দায়ে তিন জনকে কারাদণ্ড দেন-সহকারী কমিশনার ( ভূমি) জনাব নাহিদুল হক। এক বছরের কারাদণ্ডের অধ্যাদেশ জারি করল আইন লঙ্ঘন কারী,এক ট্রাভেল এজেন্সিকে। বেগম খালেদা জিয়ার জানাজায় এসে হাউমাউ করে কাঁদছে মানুষ খালেদা জিয়ার দাফন করা হবে স্বামীর কবরের পাশে আগামীকাল বুধবার বাদ জোহর কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদের অফিস সংলগ্ন কৃষকের আবাদি জমি থেকে অবৈধ উপায়ে চলছে মাটি কাটার মহোৎসব। কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে রাতের আঁধারে চলছে মাটি কাটার মহাউৎসব। প্রতিবেশী কোন রাষ্ট্রের পরামর্শ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রহণযোগ্য,পররাষ্ট্র উপদেষ্টা কাপাসিয়ায় ডেভিল হান্টে-১ র”এজাহার ভুক্ত আসামি  গ্রেফতার। কাপাসিয়ায় ডেভিল হান্ট-১ র”এজাহার ভুক্ত আসামি মোঃ তারেক খান ওরফে মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার।

কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে রাতের আঁধারে চলছে মাটি কাটার মহাউৎসব।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক :কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে অবৈধ উপায়ে চলছে মাটি কাটার মহাউৎসব,স্থানীয় প্রশাসন নিরব। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার  কড়িহাতা ইউনিয়ন পরিষদের অফিসের নাকের ডগায় চলছে অবৈধ উপায়ে মাটি কাটার মহাউৎসব।এলাকার তেরমোহনী বাজার টু আড়াল বাজার যাতায়াতের রাস্তার পাশে,স্থানীয় ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে, রাতের আঁধারে অবৈধ উপায়ে চলছে মাটি কাটার মহাউৎসব। স্থানীয় ব্যক্তিরা কাপাসিয়া বার্তা কে জানায়,গত বুধবার সন্ধ্যার পর থেকে ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তি  ১০/১২টি মাটি কাটার ভেকু  দিয়ে মাটি কেটে একাধিক ড্রাম ট্রাক যোগে অবৈধ উপায়ে স্থানীয় ইটের ভাটায় নিয়ে যাচ্ছে। উপজেলার কর্মরত সাংবাদিকরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী ও একাধিক বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মোটো ফোনে যোগাযোগ করলে তাহারা বলেন, কাপাসিয়া ৪- আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেছেন অবৈধ উপায়ে মাটি কাটার রোধে,স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সহযোগিতা করার জন্য। এছাড়াও গত দুই দিন আগে,একই এলাকায় রাতের আঁধারে অবৈধ উপায়ে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন একটি মাটি কাটার ভেকু জব্দ করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ,ভেকু চালক ও মাটি খেকো রা পালিয়ে যায়। এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের এসআই শুভরাজ কে, ফোনে যোগাযোগ করতে তার মোবাইলে ফোন দিলে, তিনি ফোন রিসিভ করেননি।  দৈনিক কাপাসিয়া বার্তা” কে মোবাইল ফোন বলেন,কে-বা কাহারা, বিএনপি নেতা কর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধ উপায়ে মাটি কাটার তথ্য আমরাও লোক মারফত জানতে পারি,আরো বলেন আমরা কাপাসিয়া উপজেলার বিএনপির নেতা-কর্মীরা বুধবার সন্ধ্যা রাতে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বরন করতে কাপাসিয়া থেকে ঢাকার উদ্দেশে এলাকা ত্যাগ করলে, অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতের আঁধারে অবৈধ উপায়ে মাটি কাটার হচ্ছে বলে জানতে পেরে,অত্র ইউনিয়ন বিএনপির নিবেদিত সৈনিক সাইফুল ইসলামকে বিষয়টি জানিয়েছি।, কোরিয়াটা ইউনিয়ন বিএনপি’র কর্মী সাইফুল ইসলাম সহ, স্থানীয় নেতাকর্মীদের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে বলেন , আমাদের দলীয় কোন কর্মী এই অবৈধ মাটি কাটার বিষয়ে কিছুই জানেন না, বিএনপি নেতা সাইফুল ইসলাম আরো বলেন যে,এই অবৈধ মাটি কাটার সংবাদ পেয়ে, বিষয় টি কাপাসিয়া থানা পুলিশের সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পারি কাপাসিয়া থানার এসআই,শুভরাজকে দায়িত্ব দেয়া হয়েছে এই মাটি খেকো দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য। এর সত্যতা যাচাই করতে এস আই শুভরাজকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেয়ার কারণে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com