
কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে রাতের আঁধারে চলছে মাটি কাটার মহোৎসব
দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক :কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে অবৈধ উপায়ে চলছে মাটি কাটার মহোৎসব,স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী । গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদের নাকের ডগায় চলছে অবৈধ উপায়ে মাটি কাটা।এলাকার ত্রিমোহনী বাজার থেকে আড়াল বাজার যাতায়াতের আঞ্চলিক সড়কের পাশে,স্থানীয় ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে, রাতের আঁধারে অবৈধ উপায়ে চলছে মাটি কাটা। স্থানীয় ব্যক্তিরা কাপাসিয়া বার্তা কে জানায়,গত বুধবার সন্ধ্যার পর থেকে ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তি ১০/১২টি মাটি কাটার ভেকু দিয়ে মাটি কেটে একাধিক ড্রাম ট্রাক যোগে স্থানীয় ইটের ভাটায় নিয়ে যাচ্ছে। স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কোন তথ্য পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী ও একাধিক বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মোঠো ফোনে যোগাযোগ করলে তারা বলেন, কাপাসিয়া ৪-সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেছেন অবৈধ উপায়ে মাটি কাটার রোধে,স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে সহযোগিতা করার জন্য। এছাড়াও গত দুই দিন আগে,একই এলাকায় রাতের আঁধারে অবৈধ উপায়ে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন একটি মাটি কাটার ভেকু জব্দ করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ,ভেকু চালক ও মাটি খেকো রা পালিয়ে যায়। এ বিষয়ে কাপাসিয়া থানা পুলিশের এসআই শুভরাজ কে, তার মোবাইলে ফোন দিলে, তিনি ফোন রিসিভ করেননি। এলাকার বিএনপি নেতা কর্মীরা দৈনিক কাপাসিয়া বার্তা” কে মোবাইল ফোনে বলেন,কে-বা কাহারা, বিএনপি নেতা কর্মী দের নাম ভাঙ্গিয়ে অবৈধ উপায়ে মাটি কাটছে তা আমরা জানিনা। আমরাও লোক মাধ্যমে মাটি কাটার বিষয়টি জানতে পারি। তারা বলেন, আমরা কাপাসিয়া উপজেলার বিএনপির নেতা-কর্মীরা বুধবার সন্ধ্যা রাতে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বরন করতে কাপাসিয়া থেকে ঢাকার উদ্দেশে চলে গেলে, অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে বলে জানতে পেরে,কড়িহাতা ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলামকে বিষয়টি জানিয়েছি। এবিষয়ে ইউনিয়ন বিএনপি’র নেতা সাইফুল ইসলাম সহ, স্থানীয় নেতাকর্মীদের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তারা বলেন , আমাদের দলীয় কোন কর্মী এই অবৈধ মাটি কাটার বিষয়ে জড়িত না, বিএনপি নেতা সাইফুল ইসলাম আরো বলেন ,এই অবৈধ ভাবে মাটি কাটার সংবাদ পেয়ে, বিষয় টি কাপাসিয়া থানা পুলিশকে জানানো হলে থানা থেকে জানানো হয় কাপাসিয়া থানার এসআই,শুভরাজকে দায়িত্ব দেয়া হয়েছে মাটি খেকো দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য।এবিষয়ে এস আই শুভরাজকে ফোন দিলে তিনি রিসিভ না করে কেটে দেয়ার কারণে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
(পরবর্তী সংবাদ প্রকাশের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ করছি।)